করোটির কথামালা (পর্ব সাত)

১ সপ্তাহে আগে
শুনেছি ৯১ বছর বয়সী উইলি উত্তরাধিকার সূত্রে অঢেল সম্পদের মালিক। তাই এই অ্যাডাল্ট গ্রুপ হোমে, মানে যেখানে ছুটির দিনে পার্টটাইম কাজ করি বা উইলি যে হোমে থাকে, সেখান থেকে ওকে আলাদা করে ট্রিট করা হয়। যেমন প্রতি ভ্যালেন্টাইন ডেতে উইলিকে দামি খাবারের দোকানে নিয়ে যাওয়া হয়। ওকে সপ্তাহে হাতখরচ দেওয়া হয়, আলাদা করে সোশ্যাল ওয়ার্কার রাখা হয়। বছরে দুইবার ওকে অন্য দেশে বেড়াতে নিয়ে যাওয়া, সেখানে সঙ্গে ২৪ ঘণ্টা লোক রাখা হয়।
সম্পূর্ণ পড়ুন