শনিবার (১৮ জানুয়ারি) ফেনী শহরের ট্রাংক রোডে এ সমাবেশ করেন তারা। এসময় দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ২২ ডিসেম্বর দুপুরে ঘোষিত ফেনী জেলা বিএনপির আওতাধীন সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়। দুই উপজেলার চার ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা প্রত্যাহারের দাবিতে দুই উপজেলায় বিক্ষোভ করছে দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন: সরাইলে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের ঝাড়ু মিছিল
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে এবং সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলনের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন।
এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রতন, দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুর রহমান স্বপন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল মোবারক (ভিপি দুলাল), জেলা যুবদলের সহ-সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহমদ পেয়ার, সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক, ফেনী জেলা জাসাস নেতা ইসমাইল হোসেন সবুজ প্রমুখ।
]]>