কবে আসছেন তারেক রহমান, জানালেন আব্দুল আউয়াল মিন্টু

৩ সপ্তাহ আগে
দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পরিবর্তনে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে নির্বাতচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু।

রোববার (১৫ জুন) দুপুরে বরিশাল ক্লাবের হল রুমে মহানগর বিএনপির উদ্যোগে সদস্য ফরম নবায়ন ও তৃনমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

আব্দুল আউয়াল বলেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে কথা হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা গেলে বুঝতে হবে বৈঠক ফলপ্রসূ হয়েছে। আর নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন।

 

দ্রুততম সময়ে নির্বাচন হলে দেশের অস্থিতিশীলতা কমবে উল্লেখ করে তিনি আরও বলেন, এতে করে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে। অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে, একইসঙ্গে বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি।

 

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দল বিরোধিতা করার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশিরভাগ রাজিনৈতিক দল কী চায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। দেশে বিএনপিসহ ৬২টি দল রয়েছে যার বেশিরভাগ নির্বাচনের পক্ষে।

 

আরও পড়ুন: কী কথা হলো ড. ইউনূস-তারেক রহমান বৈঠকে?

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মহানগর কমিটির নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম নবায়ন ও তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন।

 

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন