প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ তলা ভবনটির দ্বিতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ শুরু হয় বৃহস্পতিবার। তবে ছাদের পূর্ব-দক্ষিণ কোণে ঢালাইয়ের কাজ শুরু হলে বিকেল ৪টার দিকেই নড়বড়ে হয়ে পড়ে কাঠামো। এরপরই ধসে পড়ে পুরো কাঠামো। এ সময় নির্মাণকাজে থাকা শ্রমিকরাও পড়ে যান নিচে। কোমর, হাঁটু ও পিঠে আঘাত পেয়ে আহত হন ১১ শ্রমিক।
আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ও ময়মনসিংহ মেডিকেলে ৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন: 'ময়মনসিংহে ভেঙে ফেলা সেই বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নয়'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধসে যাওয়ার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেয়া হবে।
]]>