কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ধসে পড়ল নির্মাণাধীন ছাদ, আহত ১১

৩ দিন আগে
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা হল ভবনের ছাদ ধসে ১১ শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে হলের দ্বিতীয় তলার বেলকনির ঢালাই চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ তলা ভবনটির দ্বিতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ শুরু হয় বৃহস্পতিবার। তবে ছাদের পূর্ব-দক্ষিণ কোণে ঢালাইয়ের কাজ শুরু হলে বিকেল ৪টার দিকেই নড়বড়ে হয়ে পড়ে কাঠামো। এরপরই ধসে পড়ে পুরো কাঠামো। এ সময় নির্মাণকাজে থাকা শ্রমিকরাও পড়ে যান নিচে। কোমর, হাঁটু ও পিঠে আঘাত পেয়ে আহত হন ১১ শ্রমিক।

 

আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ও ময়মনসিংহ মেডিকেলে ৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

আরও পড়ুন: 'ময়মনসিংহে ভেঙে ফেলা সেই বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নয়'

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধসে যাওয়ার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন