রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।
আরও পড়ুন: সীমান্তে ভারতীয় ২৪ রাউন্ড গুলি ও আমেরিকার তৈরি চার আগ্নেয়াস্ত্র উদ্ধার
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গীর বালিয়া পুকুর কবরস্থান এলাকায় অভিযান চালায়।
সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, একটি ৯ এমএম বোরের পিস্তল চারটি, ম্যাগজিনসহ ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে আবর্জনার স্তূপ থেকে ২ আগ্নেয়াস্ত্র উদ্ধার
পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·