সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারপাশে ছড়িয়ে পড়েছে হালকা অন্ধকার। নিউমার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও স্থানীয়রা একত্র হতে থাকেন। আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু পুলিশের সাঁজোয়া যান ক্রমশ সামনে এগোতে থাকে। রাস্তার মাঝখানে ব্যারিকেড বসানোর চেষ্টা করি, যেন তাদের অগ্রযাত্রা রোধ করা যায়।