কপ-২৯ নামে পরিচিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতারা ১২ নভেম্বর মঙ্গলবার আজারবাইজানে ছবি তুলেছেন।
এক বছরের আবহাওয়া বিপর্যয়ের পর উন্নয়নশীল দেশগুলো জলবায়ুর জন্য নগদ অর্থের দাবিতে উৎসাহিত হওয়ার পর সোমবার জাতিসংঘের বার্ষিক জলবায়ু শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।
আজারবাইজানের রাজধানী বাকুতে সমবেত প্রতিনিধিরা শীর্ষ সম্মেলনের শীর্ষ এজেন্ডা পূরণের আশা করছেন; তা হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য বার্ষিক জলবায়ু অর্থায়নে এক লক্ষ কোটি ডলারের চুক্তি।
তবে শীর্ষ সম্মেলনের আলোচনার অগ্রাধিকার হচ্ছে সরকারের সম্পদের চাহিদা এবং অর্থনৈতিক উদ্বেগের প্রতি নজর দেওয়া , ইউক্রেন ও গাজায় যুদ্ধ এবং গত সপ্তাহে জলবায়ু পরিবর্তন অস্বীকারকারী ডনাল্ড ট্রাম্পকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করা। (রয়টার্স/ভিওএ)