মা ও সদ্যজাত শিশু দুজনেই সুস্থ আছে বলেই জানা গেছে। কন্যার নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ।
শনিবার রাতে ফেসবুকে মা হওয়ার খবর জানিয়ে স্বাগতা লেখেন, 'মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।'
আরও পড়ুন: অর্ষার মায়ের মৃত্যুতে চিকিৎসকের ওপর ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রীর স্বামী
এর আগে গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার খবর জানান স্বাগতা নিজেই। এরপর দুই পরিবারের সবাই আনন্দিত ছিল বলেও তখন জানান অভিনেত্রী।
মাস দুয়েক আগে থাইল্যান্ড উড়ে যান স্বাগতা। উদ্দেশ্য ছিল স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব। দেশের চিকিৎসকরা সার্জারির পরামর্শ দেয়ায় সন্তান প্রসব করতে থাইল্যান্ড যান অভিনেত্রী।
আরও পড়ুন: লুৎফর হাসানের গল্পে সোহেল রাজের ‘স্কুলগেট’
স্বাগতার স্বামী দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদ একজন লন্ডন প্রবাসী।