আহতদের মধ্যে ৬ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ভন্ডুল হয়ে গেছে বিয়ের আয়োজন।
শুক্রবার (১৩ জুন) দুপুরে মধ্যাহ্নভোজের সময় সদর উপজেলার ভেদুরয়িা ইউনিয়নের শেরে বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলার চরসামাইয়া ইউনয়ের পূর্ব চরকালি গ্রামের মো. আবুর ছেলে মো. সজিব নতুন বউ তুলে আনতে বিয়ের মালামালসহ শুক্রবার দুপুরে পাশের ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা গ্রামের শ্বশুর শাহাবুদ্দিনের বাড়িতে যান। বরপক্ষের আনা কাপড় ও অন্যান্য প্রসাধনী কনেপক্ষের পছন্দ না হওয়ায় এ নিয়ে বর সজিবের বড় ভাইর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুইপক্ষের লোকজন তর্কে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন: ‘টাকা না পেলে কনেকে নেয়া হবে না’ বলেই হামলা চালিয়ে খাল সাঁতরে পালাল বরপক্ষ
এসময় কনেপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বরসহ তার সঙ্গীদের মারধর করে বের করে দেয়। এতে আহত বর সজিব, জাহিদ, অন্তু, মো. সোহেল, ফাতেমা ও ময়নাসহ ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নারী ও শিশু বর যাত্রীদেরও মারধর করা হয় অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে কনের বাবা শাহাবুদ্দিনসহ ওই বাড়ির পুরুষ সদস্যরা আত্মগোপনে রয়েছেন। শাহাবুদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ।
এ বিষয়ে বিকেল ৬ টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেন নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ।