বুধবার (২৫ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনা বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে লেখেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে - সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়।…দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’
কনার এমন পোস্টের পর ১ ঘণ্টা পর সংগীত জগতের আরেক সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার ভেরিফাইড ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। লেখেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়-বাণীতে শেয়াল রাণী’।
এদিকে কনা ও ন্যান্সির পর বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৪টার পর সংগীতশিল্পী সালমা আক্তার তার ভেরিফাইড ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও আপলোড করেন।
ভিডিওতে সালমা বলেন,
কিছু কিছু বিষয়ে আমার চুপ থাকতেই ভালো লাগে। সবার কাছ থেকে সবকিছু শিখতে পছন্দ করি। আমার কাছে বলার থেকে শেখাটা বেশি জরুরি।
এরপর সালমা বলেন,
মাঝে মাঝে আমার খারাপ লাগে যখন কোনো অঙ্গনের মানুষ যেমন আইনজীবী, ডাক্তার কিংবা অন্য যেকোনো পেশার মানুষ কেউ যখন বিপদে পড়ে তখন অন্যরা একজোট হয়ে কাজ করে। কিন্তু আমাদের শিল্পী গোষ্ঠীর বেলাতে দেখি, একজন শিল্পী যখন বিপদে পড়ে তখন বাকিরা চুপ থাকে। আর কেউ কেউ এর মজা নেয়।
আফসোস করে এ সংগীতশিল্পী বলেন,
এ বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়। কারণ শিল্পীরা একটি পরিবার। আর বিপদে পড়লে যখন পরিবার পাশে না থাকে তখন কিন্তু সে মানুষের জীবনে আর কিছু থাকে না।
আরও পড়ুন: গিটারিস্টের সঙ্গে পরকীয়ায় বিচ্ছেদ কনার, গুঞ্জন তুঙ্গে!
সালমা তার ভিডিওতে কারও নাম না উল্লেখ করলেও নেটিজেন ধরে নিয়েছেন সালমা তার ভিডিও বার্তার মাধ্যমে সংগীতশিল্পী কনার পাশে দাঁড়িয়েছেন। একইসঙ্গে পরোক্ষভাবে সংগীতশিল্পী ন্যান্সির অশোভন আচরণের প্রতি ইঙ্গিত করেছেন।
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ নিয়ে কনার পোস্ট, ‘শিয়াল রাণী’ বললেন ন্যান্সি
]]>