রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বারখাইন এলাকায় সড়কের পাশ থেকে তাদের উদ্ধার করা হয়। শিশু দুটির মধ্যে ছোট ভাইয়ের বয়স দুই বছর, যে বাকপ্রতিবন্ধী। অন্যজন চার বছর বয়সী কন্যাশিশু। তাদের উদ্ধার করে আশ্রয় দিয়েছেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কনকনে শীতে শিশু আয়শা তার ছোট ভাইকে আগলে রেখেছে। ছবিটি নেটিজেনদের হৃদয়ে নাড়া দিয়েছে।
উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় বোন আয়শা (৪) জানায়, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শা আরও জানায়, মা-বাবার কাছ থেকে এনে এক খালা তাদের সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান। শুরুতে নাম-পরিচয় জিজ্ঞেস করা হলে তারা কিছু বলতে পারেনি। পরে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে তাদের আশ্রয় দেয়া হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশায় লরির পেছনে আরেক লরির ধাক্কা, নিহত ২
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সময় সংবাদকে বলেন, ‘যারা শিশু দুটিকে পেয়েছে, আপাতত তাদের জিম্মায় আছে। আমরা খোঁজখবর নিচ্ছি। কারা শিশু দুটিকে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। সমাজসেবা অধিদফতরের সঙ্গে আলোচনা হয়েছে, তারা ব্যবস্থা নেবে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশুদের সেফহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
]]>
২ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·