শনিবার (১২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর বালুচর মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
আযম খান বলেন, মাঠ এখন পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ডে ভরা। নির্বাচনে না এসে যারা কুৎসা রটাচ্ছেন, তাদের বলব ঘোলা পানিতে মাছ শিকার করবেন না।
তিনি আরও বলেন, বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করে, তাকে কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে।
বিএনপি ভাইস চেয়ারম্যান এসময় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে 'তারেক রহমানের পক্ষ থেকে প্রেরিত মধুর উপহার' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই বিষ্ময় বালক একদিন বাংলাদেশের বিজয় নিশ্চিত করবে। আমি তাকে আপনাদের সেবক হিসেবে রেখে যাচ্ছি। আপনারা ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে সংসদে পাঠাবেন।
সভায় দুপুর থেকেই চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমা হয় বালুচর মাঠে। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
আরও পড়ুন: বিএনপির সম্মেলনে ‘বিশৃঙ্খলা’, মির্জা ফখরুলের ভাইয়ের গাড়ি বহরে ভাঙচুর
সভায় সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও বক্তব্য রাখেন- কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, সাবেক পৌর সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, কৃষকদল পাবনা জেলা সভাপতি আবুল হাশেম প্রমুখ।