মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনভর উপজেলা রহিমানগর বাজারে এবং তার আগের দিন কচুয়া বাজার বিশ্বরোড নামে পরিচিত প্রায় এক কিলোমিটার সড়কের দুপাশে এই অভিযান চালানো হয়।
এসময় এই দুটি এলাকার কাঁচা ও আধাপাকা তিন শতাধিক অবৈধ স্থাপনা ভ্যাকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, সড়ক বিভাগের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উচ্ছেদ অভিযান সম্পর্কে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একশ্রেণির মানুষ। এতে একদিকে সরকারি সম্পত্তি যেমন বেহাত হয়েছে। তার সঙ্গে সড়ক সরু হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। তাই পরিস্থিতি উত্তরণে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়।’
আরও পড়ুন: চাঁদপুরে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
তবে নতুন করে আবার যেন সরকারি জায়গা দখল না হয়, সেদিকেও বিশেষ নজর রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, দীর্ঘদিন পর হলেও কচুয়া সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন, কচুয়ার দক্ষিণ গোহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ এলাকাবাসী।
তারা বলেন, সরকারি জায়গা দখলমুক্ত হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এতে করে আগামীদিনে সড়কে যানজটমুক্ত পরিবেশে সবধরনের যানবাহন চলাচলের সুযোগ বাড়বে।