মঙ্গলবার (১০ জুন) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এনসিপি নেতারা উপজেলার প্রসন্নকাপ গ্রামের শহীদ সামিউ আমান নুর, সফিবাদ গ্রামের আল হামিম সায়মন, তালতলী গ্রামের হাসান হোসেন ও উজানী গ্রামের মোহাম্মদ খুবাইবের কবর জিয়ারত ও দোয়া কামনা করেন তারা। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন এনসিপি নেতারা।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া বলেন, ‘শহীদদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তারা আমাদের জন্য স্বৈরাচারমুক্ত রাষ্ট্রের ভিত্তি তৈরি করে গেছেন। এনসিপি সর্বদা তাদের স্মরণ করবে।’
আরও পড়ুন: নির্বাচনের সময় ঘোষণার পর বিভ্রান্তি কেটে গেছে: জামায়াত নেতা
তিনি আরও বলেন, ‘জুলাই ২০২৪-এর আন্দোলনে যেভাবে গণহত্যা হয়েছে, এর সুষ্ঠু বিচার দাবি করছি। শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কচুয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী আহমেদ সজীব, মো. ফরহাদ আহমেদ আলী, আহসান হাবীব, আব্দুল্লাহ আলামিন, খলিলুর রহমান, সাজ্জাদ, সাইফুল ইসলাম, আরিফ হোসেনসহ স্থানীয় ছাত্র ও যুব নেতারা।
দোয়া মাহফিলে বক্তারা জানান, জুলাই আন্দোলন চলাকালে এই চার শহীদসহ অসংখ্য মানুষ প্রাণ হারান। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য তাদের এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।