কোপা দেল রের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে সেল্টা ভিগোকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের লিডসূচক গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র। একটি গোল পান ফেদে ভালভার্দেও। এন্দরিক করেন জোড়া গোল।
সেল্টা ভিগো দিয়ে ১১ ম্যাচ পর গোলখরা কাটিয়েছেন এন্দরিক। এ জন্য গোল দুটি তিনি উৎসর্গ করেছেন সতীর্থ টনি রুডিগারকে। এই জার্মানই নাকি তাকে প্রতিদিন নানা পরামর্শ দিয়ে থাকেন, যদিও মুখ থেকে কখনও প্রশংসা বের হয় না।
আরও পড়ুন: মেসিকে হিংসা করত এমবাপ্পে, নেইমারের বিষ্ফোরক মন্তব্য
মাদ্রিদ টিভিকে ব্রাজিলিয়ান ফুটবলার বলেন, ‘আমি প্রত্যেকদিন পরিশ্রম করি। আমার দুটি গোল রুডিগারের জন্য। সে জানে প্রতিদিন আমার জন্য কী করে। কিন্তু কখনও-ই আমার প্রশংসা করে না। এটা ভালো। সে আমাকে বলে কী করতে হবে, গোল করতে, দৌড়াতে, লড়তে। গতকাল আমাকে ও একটা কঠিন পরীক্ষা দিয়েছিল। আমি এটা নিয়ে বাসায় ভেবেছি। সে ভালো মানুষ। গোলগুলো তার জন্য।’
ডি বক্সের বাইরে থেকে সিগনেচার শটে এন্দরিকের প্রথম গোলটি ছিল বুলেট গতির। দলের জন্য এই কাজটাই করতে চান তিনি। ১৮ বছর বয়সি ফুটবলার বলেন, ‘প্রথম গোলটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আমার কাজ। দলের জন্য ভালো করতে হবে, যেভাবেই হোক গোল করতে হবে। মাদ্রিদের জন্য, ফ্যানদের জন্য গোল করা ভালো জিনিসি।’