কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৩ সপ্তাহ আগে
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের এক আরোহী নিহত হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জুলকার নয়ন (২০)। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার  শেখেরখীল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।


স্থানীয়দের বরাতে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সোমবার বিকালে চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকায় সড়কের পাশে মোটর সাইকেল থেকে ছিটকে পড়া এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার এবং মৃতদেহের কিছুটা দূর থেকে মোটর সাইকেলটি জব্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করছে, অজ্ঞাত কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনাটি ঘটেছে। আর ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়।


তিনি আরও বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, জুলকার নয়ন চট্টগ্রাম থেকে মোটর সাইকেল যোগে একা কক্সবাজার আসছিল। পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।


আরও পড়ুন: ভোলায় চাকা বিস্ফোরণে অটোরিকশা চালক নিহত


মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মেহেদী হাসান।


এর আগে রোববার (১৫ জুন) সকালে রামু উপজেলার রশিদনগর এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন