কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধবিহার থেকে এক ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ‘শ্রীকুল পুরোনো রাখাইন বৌদ্ধবিহার’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওই ভিক্ষুর নাম ক্ষেমা চারা (২১)। তবে তার পারিবারিক নাম থুই নু মং মারমা। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে। এটিকে আত্মহত্যা বলছে পুলিশ।
তার মৃত্যুর খবর পেয়ে... বিস্তারিত