২০১১ সালে অভিষেকের সময় পাওয়া কামিন্সের ব্যাগি গ্রিন টুপিটি পুরনো হয়ে গেছে। অজি দলপতি সেটি মেরামত করতে চাননি। সে কারণেই বারবাডোজ টেস্টের আগে নতুন টুপি পরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। নতুন টুপি দিয়ে আর খেলা হলো কই! ফটোসেশন ও টসের মাঝামাঝি সময়ে সেটি হারিয়ে গেছে।
নতুন ব্যাগি গ্রিন ক্যাপটি হারিয়ে যাওয়ার ব্যাপারটা বোঝা যায় রোস্টন চেজের সঙ্গে কামিন্স টস করতে নামার সময়। কেনিংসটন ওভালে পুরনো ক্যাপটি পরেই নামেন তিনি। এরপরই জানা যায়, তার নতুন টুপিটি হারিয়ে গেছে। যা এখনও খুঁজে পাওয়া যায়নি। খবর দ্য ডেইলি টেলিগ্রাফের।
কামিন্সের নতুন টুপিটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আলবিয়নের তৈরি সবশেষ টুপিগুলোর মধ্যে একটি। আলবিয়ন ২০১৬ সালে কুকাবুরার কাছে টুপি তৈরির স্বত্ব হারায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে এই টুপি ঐতিহ্যের এবং সম্মানের। টেস্ট অভিষেকের সময় তারা এটা পান। যা পুরো ক্যারিয়ারে সঙ্গেই থাকে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে যেখানে মহারাজই ‘প্রথম’
কামিন্স প্রথম অজি হিসেবে ব্যাগি গ্রিন টুপি হারাননি, গত বছর বিদায়ী টেস্ট খেলতে নামার আগে ডেভিড ওয়ার্নারও একইরকম ঘটনার শিকার হয়েছিলেন। সেটি খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান পর্যন্ত করতে হয়। ইনস্টাগ্রামে ওয়ার্নার লিখেছিলেন, যদি তার ব্যাগি গ্রিন ফেরত দেওয়া হয়, তবে কোনো আইনি ব্যবস্থা নেবেন না, এমনকি তাকে পুরস্কৃত করা হবে।
ওই ঘোষণার চার দিন পর টুপি ফেরত পান ওয়ার্নার। পূর্বের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই টুপি খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে কে বা কারা এই ব্যাগি গ্রিন সরিয়ে রেখেছিল এবং ফেরত দিয়েছে সে সম্পর্কে ওয়ার্নার বিস্তারিত কিছু জানাননি।