ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখে দেয়া হবে: মামুনুল হক

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ২০২৪ সালে হাজারো শাহাদতের শহীদের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই অর্ন্তবর্তী সরকার ষড়যন্ত্রের নতুন পাতা ফাঁদে পা দেয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে এদেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে। এদেশের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু তিন দিনের অস্থায়ী মেহমান সরকার জাতির এই নীতি নির্ধারনী সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার রাখে না।

 

আরও পড়ুন: দেশে ইসলামবিরোধী কার্যকলাপ বরদাশত করা হবে না: মামুনুল হক

 

দেশের উন্নয়নে মনোযোগ দিয়ে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে অর্ন্তবর্তী সরকারকে আহ্বান জানান তিনি।

 

বক্তব্য শেষে আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফস মজলিসের প্রার্থী হিসেবে ৪ জনের নাম ঘোষণা করেন তিনি। প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১ আসনে শহিদুল ইসলাম ফয়েজি, কুড়িগ্রাম-২ আসনে মুফতি নুরুদ্দীন কাশেমী, কুড়িগ্রাম-৩ আসনে মামুনুর রশীদ, কুড়িগ্রাম-৪আসনে মুফতি শাহাদত হোসাইন।

 

আরও পড়ুন: দ্বন্দ্ব সংঘাত উস্কে দিয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছি: মামুনুল হক

 

গণ সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা আমির মুফতী ইব্রাহিম খলিল নোমানীসহ অন্যান্যরা।

]]>
সম্পূর্ণ পড়ুন