ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে আলোচনা চলছে

২ সপ্তাহ আগে
বাংলাদেশি পণ্যে আরোপ করা পাল্টা শুল্কের হার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশ দলের আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়া এ আলোচনা চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এর আগে, বেলা সাড়ে ১২টায় অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

 

আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় আবার আলোচনা শুরু হবে। বৈঠকের আগে সকালে ওয়াশিংটনে পৌঁছায় বাংলাদেশ প্রতিনিধি দল।

 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বাধীন বাংলাদেশ দলে আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ এ দফার আলোচনায় ইতিবাচক ফল আশা করছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইইউ ১৫ শতাংশ শুল্কে একমত, এড়াল বাণিজ্য সংঘাত

 

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনা দলকে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

তিন দিনব্যাপী এ আলোচনা ৩১ জুলাই শেষ হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।
 

 

এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে।

 

আরও পড়ুন: মার্কিন শুল্কের প্রভাবে কমতে পারে জিডিপি প্রবৃদ্ধি, শঙ্কা এডিবির

 

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশের প্যাকেজ প্রস্তাবনায় কী রয়েছে জানতে চাইলে, এ ব্যাপারে তিনি কিছু বলবেন না বলে জানান উপদেষ্টা।

]]>
সম্পূর্ণ পড়ুন