টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। জেমি স্মিথ ও বেন ডাকেট দুর্দান্ত শুরু এনে দেয় ইংল্যান্ডকে। ওপেনিং জুটি থেকে আসে ১২০ রান। ডাকেট ২০ বলে ও স্মিথ ২৩ বলে ফিফটি করেন। শেষ পর্যন্ত স্মিথ ২৬ বলে ৪ চার ও ৫ ছয়ে ৬০ রান করে ফেরেন।
জস বাটলার ১০ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে মাঠ ছাড়েন। ইংল্যান্ডকে বড় ইনিংসের ভিত গড়ে দিয়ে যান ডাকেট। ৪৬ বলে ১০ চার ও ২ ছয়ে ৮৪ রান করেন এই ওপেনার। তারপর ব্রুক ও জ্যাকব বেথেলের ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ড ৩ উইকেটে করে ২৪৮ রান।
আরও পড়ুন: ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বললেন পুরান
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পরে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে শেষে ২ উইকেটে ৬৬ রান তোলে তারা। শিমরন হেটমায়ার ঝড় তুলে লড়াইয়ের ইঙ্গিত দেন। তবে ইনিংস বড় করতে পারেননি, ৮ বলে ২৬ রানে থামেন তিনি।
শাই হোপের সঙ্গে ৩৯ ও জেসন হোল্ডারকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে যান রভম্যান পাওয়েল। অন্যদের সাহায্য না পাওয়ায় রভম্যানের দুর্দান্ত ইনিংস কেবল হারের ব্যবধান কমায়। ৪৫ বলে ৯ চার ও ৪ ছয়ে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
উইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ২১১ রানে থামে। ম্যাচসেরা হয়েছেন ডাকেট। চার বছর পর টি-টোয়েন্টিতে ৩-০ তে জিতলো ইংল্যান্ড। ২০২১ সালে শেষবার শ্রীলঙ্কার বিপক্ষে এই সাফল্য পেয়েছিল তারা।