ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে অভিনব কায়দায় আনা স্বর্ণের চালান জব্দ

২ সপ্তাহ আগে
সিলেট বিমানবন্দরে অভিনব কায়দায় দুবাই থেকে কাপড়ে করে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি চালিয়ে স্বর্ণের এই চালান জব্দ করে কাস্টমস ও গোয়েন্দা সদস্যরা।

 

সকাল সাড়ে নয়টার দিকে ফ্লাইটটি অবতরণ করলে বিমানের ভেতরে থাকা এক যাত্রীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে কাপড়ে অভিনব কায়দায় লুকানো থাকা অবস্থায় পাওয়া যায় স্বর্ণ। তখনই তাকে আটক করা হয়।


আরও পড়ুন: নাটোরের মালখানা থেকে চুরি হওয়া আরও টাকা ও স্বর্ণালংকার উদ্ধার


আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

 

সহকারী কমিশনার মো. ফিরোজ হোসেন বিশ্বাস সময় সংবাদকে জানান, প্রায় আনুমানিক এক কেজি স্বর্ণ কাপড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এর বাজার মূল্য আনুমানিক এক কোটির উপরে।


আরও পড়ুন: মুন্সীগঞ্জে অস্ত্রের মুখে স্বর্ণালংকার লুট

 

এর আগে ২০২২ সালের ২৭ অক্টোবর একই কায়দায় সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) এক যাত্রীর জ্যাকেট থেকে স্বর্ণের চালান জব্দ করেছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন