শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমআ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মার্চে ঢল নামে ছাত্র-জনতার।
কয়েকটি পিকআপ ও শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে মিছিলটি সদর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মিছিলটি বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের নির্লিপ্ততা ও বিচারহীনতার সংস্কৃতি খুনিদের আরও বেপরোয়া করে তুলছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে রাজপথে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
আরও পড়ুন: ওসমান হাদির হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মার্চ ফর ইনসাফ
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাসুদুর রাহমান আদনান, সদস্য নকিব নজরুল, সোহেল বেপারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বনয়ক অভি চৌধুরী, ছাত্র নেতা আশিকুজ্জামান আশিক, আশরাফুল ইসলাম নাদিম, মাজহারুল ইসলামসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

১৬ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·