শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ঢাবি প্রাঙ্গণে পৌঁছান তিনি। এর আগে পৌনে ১১টার দিকে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান।
তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা।
এদিকে তারেক রহমানের অপেক্ষায় আগেই টিএসসিতে অবস্থান করছিলেন ঢাবি ছাত্রদল নেতারা। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন।
আরও পড়ুন: তারেক রহমানের পঙ্গু হাসপাতালের কর্মসূচি বাতিল
তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে কোনো আহত না থাকায় কর্মসূচি বাতিল করা হয়।
গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·