ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ক্যাম্প ন্যু-তে যাচ্ছেন রাশফোর্ড!

৩ সপ্তাহ আগে
ওল্ড ট্রাফোর্ডে মার্কাস রাশফোর্ডের অধ্যায় শেষ বললেই চলে। আর সে কারণেই অনেক দিন ধরেই তার চোখ ছিল স্পেনের দিকে। অন্যদিকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও একজন উইঙ্গার খুঁজছিলেন অনেক দিন ধরেই, শেষ পর্যন্ত রাশফোর্ডকে নিয়ে বহুদিন ধরে চলা জল্পনার অবসান ঘটতে চলেছে। ইংলিশ ফরোয়ার্ডকে দলে নিতে বার্সেলোনা যে প্রস্তাব দিয়েছে, তা গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এক মৌসুমের জন্য মার্কাস রাশফোর্ডকে ধারে নেওয়ার প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। এবং সেই প্রস্তাবের সঙ্গে থাকছে স্থায়ীভাবে তাকে কিনে নেওয়ারও অপশন। সংবাদমাধ্যমের খবর, সেই প্রস্তাব নাকি গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

 

দ্যা অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোচ হান্সি ফ্লিক রাশফোর্ডের সঙ্গে দেখা করেছেন এবং বার্সায় যোগদানে সম্মতি দিয়েছেন। 

 

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় ক্যাম্প ন্যুতে হচ্ছে না হুয়ান গাম্পার ট্রফি

 

দীর্ঘদিন ধরেই একজন লেফট উইঙ্গার খুঁজছিল বার্সেলোনা। সেই শূন্যস্থান পূরণে রাশফোর্ডকে দলে টানতে যাচ্ছে কাতালানরা। তবে আর্থিক অনিশ্চয়তার মাঝে ধারে নেওয়ার পরিকল্পনা ক্লাবটির জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে। 

 

🚨 Barcelona advancing on deal to sign Marcus Rashford from Man Utd. Offer via intermediaries loan + buy option. #MUFC have agreed - not done but final stages. Flick approves 27yo England int’l; suits #FCBarcelona on football/financial level @TheAthleticFC https://t.co/n6HWvIbJTp

— David Ornstein (@David_Ornstein) July 19, 2025

 

রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকে তেমন একটা খেলার সুযোগ পাননি রাশফোর্ড। চলতি বছরের জানুয়ারিতে ধারে অ্যাস্টন ভিলার হয়ে খেলেছিলেন তিনি। যেখানে ১৭টি ম্যাচে মাঠে নামেন রাশফোর্ড। 

 

আরও পড়ুন: সৌদি আরব, জাপান কিংবা থাই ক্লাবের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টায় বাফুফে

 

তবে ইউনাইটেডের হয়ে ভবিষ্যৎ অনিশ্চিত দেখে এবার একেবারে স্থায়ীভাবেই ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চান এই ইংলিশ ফরোয়ার্ড। অন্যদিকে আরও কিছু খেলোয়াড় ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ক্লাবটি। 

 

জাদোন সানচো, অ্যান্টনি, আলেহান্দ্রো গারনাচোকেও ছেড়ে দিবে ম্যান ইউনাইটেড। রুবেন আমোরিম চাইছেন একটি নতুন এবং উদ্যমী দল গঠন করতে। আর সে কারণেই তাদেরকে ছাঁটাই করে নতুন খেলোয়াড় কিনছে ম্যানচেস্টার ইউনাইটেড।

]]>
সম্পূর্ণ পড়ুন