ওভালে বৃষ্টিভেজা দিনে নায়ারের ফিফটির পরও চাপে ভারত

১ সপ্তাহে আগে
ওভালে শুরু হয়েছে ‘অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি’র পঞ্চম টেস্ট। বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছে কেবল ৬৪ ওভার। তাতেই ৬ উইকেট হারিয়েছে ভারত। আর তাদের সংগ্রহ ২০৪ রান। ভারতের হয়ে করুন নায়ার বাদে কেউই বলার মতো রান করতে পারেননি।

ওভালে টস জেতার পর প্রথমে বোলিং নেয়ার ধারা বজার রেখে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ। দুই দলই বেশকিছু পরিবর্তন নিয়ে পঞ্চম টেস্ট খেলতে নেমেছে। ইংল্যান্ডে যেমন নেই অধিনায়ক বেন স্টোকস, ভারতের একদশে জায়গা হয়নি বুমরাহ'র।


ওভালের সবুজ পিচে পেসাররা যে সুবিধা পাবে তা শুরুতেই দেখা গেছে। ৩৮ রানের মধ্যে ভারতের দুই ওপেনারকে আউট করে ইংলিশ দুই পেসার ওকস এবং অ্যাটকিংসন। এরপর সুদর্শন ও গিল মিলে গড়েন ৪৫ রানের জুটি। এই জুটি ভাঙে এক রান আউটে। অ্যাটকিংসন রান আউট করেন ভারতের অধিনায়ককে। আউট হওয়ার আগে ইতিহাস গড়েন গিল।


আরও পড়ুন: কনওয়ে-মিচেলের সেঞ্চুরি হাতছাড়ার দিনেও লিড কিউইদের 


৩৫ বলে ২১ রানের ছোট ইনিংস খেলার পথেই দুটি নতুন রেকর্ড গড়েছেন তিনি। রানের খাতা খুলেই গড়েছেন সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭২৩)। আর ১১তম রানটি নিয়ে গড়েছেন ভারত অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭৩৩)।  


এরপর ক্রিজে নামেন করুন নায়ার। দিনের শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। সিরিজজুড়ে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা রবীন্দ্র জাদেজা এদিন বেশিক্ষণ টিকতে পারেনি। টংয়ের বলে ৯ রান করে আউট হন তিনি। এরপর জুরেলও ফেরেন ১৯ করে।


দিন শেষে নায়ারের সঙ্গে ক্রিজে আছেন ওয়াশিংটন সুন্দর (১৯)। আর ফিফটি করে ৫২ রানে অপরাজিত আছেন নায়ার। ইংল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন টং ও অ্যাটকিংসন। একটি উইকেট পেয়েছেন ক্রিস ওকস।    

]]>
সম্পূর্ণ পড়ুন