অস্ট্রেলিয়ার মেলবোর্নে শনিবার দিনের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডস-এর মুখোমুখি হয় ব্রিসবেন হিট। ম্যাচের প্রথম ইনিংসের ১২তম ওভারে রেনেগেডস অধিনায়ক উইল সাদারল্যান্ড পাঁচ বল করে ফেলেছেন। এরপর আম্পায়ার তাকে ওভারের শেষ বলটি করতে দেননি। পরে সেই ওভার সম্পন্ন করেন জশ ব্রাউন।
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ইনিংসের ১৬তম ওভারে। তখন বল করছিলেন রেনেগেডসের পেসার ফারগুস ও’নেইল। ওভারের তিনটি বল করার পর আম্পায়ার তাকে আর বল করতে দেননি। পরে সেই ওভারের বাকি তিন বল করেন স্পিনার ব্রাউন।
আরও পড়ুন: ৭৫০ গড়ে রান করা ব্যাটারকে না নেয়ার যে ব্যাখ্যা দিল ভারত
মূলত আম্পায়ার বরাবর লাইনে দাঁড়ানোয় সমস্যায় পড়েন একই দলেল দুজন বোলার। ডেলিভারির পর আম্পায়ার সোজাসুজি ডেঞ্জার জোনে অবস্থান করায় শাস্তি পেয়েছেন এই দুই বোলার। সাদারল্যান্ড ও ফারগুস ও’নেইলকে আম্পায়ার সতর্ক করার পরও একই নিয়ম লঙ্ঘন করেছেন তারা।
বোলিং বাতিলের বিষয়ে বলা হয়েছে এমসিসির ‘আনফেয়ার-প্লে’ নীতিমালায়। আইনের ৪১.১৩.১ অনুচ্ছেদে বলা হয়েছে, বোলার কোনও কারণ ছাড়া ডেলিভারির পর সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। বলটি ডেলিভারি হোক কিংবা না হোক।
৪১.১৩.২ ধারায় ওই সময়ে আম্পায়ারের করণীয় সম্পর্কে বলা হয়েছে। যদি কোনও বোলার প্রথমবার এই আইন লঙ্ঘন করে, বলটি ডেড হওয়ার পর আম্পায়ার বোলারকে সতর্ক করবেন। সেইসাথে বিষয়টি অন্য আম্পায়ারকেও জানিয়ে রাখবেন। পুরো ইনিংসেই এই সতর্কতা বোলারের জন্য প্রযোজ্য হবে। একইসঙ্গে সেটি ফিল্ডিং দলের অধিনায়ক এবং ব্যাটসম্যানদেরও জানানো হবে।
আরও পড়ুন: রিঙ্কু সিং কি আসলেই বিয়ে করেছেন?
এই আইন লঙ্ঘন করলে শাস্তি প্রয়োগের বিষয়ে বলা হয়েছে ৪১.১৩.৩ ধারায়। এক ইনিংসে কোনও বোলার আবারও ওই আইন লঙ্ঘন করলে আম্পায়ার ওপরের প্রক্রিয়া পুনরাবৃত্তি করবে। পরে এটি একটি চূড়ান্ত সতর্কতা হিসেবে নির্দেশ করবে। ওই বোলা যদি একই কাজ তৃতীয়বার করে, তাহলে আম্পায়ার ফিল্ডিং দলের অধিনায়ককে তার বোলিং বাতিলের নির্দেশ দেবেন। ফলে ওভারটি সম্পন্ন করবেন অন্য আরেকজন বোলার। তবে এক্ষেত্রে যিনি পূর্ববর্তী ওভার করেননি, শুধু তিনিই ওভারটি সম্পন্ন করতে পারবেন। তবে যে বোলারের ওভার বাতিল করা হয়েছে, সেই বোলার একই ইনিংসে আর বোলিং করতে পারবেন না।
তবে বোলিং আইন লঙ্ঘন করে শাস্তি পেলেও ম্যাচশেষে তারাই হেসেছে শেষ হাসি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৯৬ রান সংগ্রহ করে ব্রিসবেন হিট। লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওভার এবং ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন রেনেগেডস।
]]>