এই রাত নিশ্চয় ভুলে যেতে চাইবেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানা। তার দুটি ভুলের মাশুল দিতে হয়েছে দলকে। বৃহস্পতিবার ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিওঁর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
ম্যাচের আগে ওনানাকে ক্লাবের ইতিহাসে ‘অন্যতম বাজে গোলকিপার’ বলেন ম্যানইউর সাবেক মিডফিল্ডার নেমাঞ্জা মাতিচ। এনিয়ে দুজনের মধ্যে কথা চালাচালি হয়েছিল। কিন্তু লিওঁর বিপক্ষে মাতিচের দাবিকে ভুল... বিস্তারিত