ওএমআর মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তে শিক্ষিকাকে হারিয়েছি: আদিব

৩ সপ্তাহ আগে
ওএমআর মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তে শিক্ষিকাকে হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মরদেহ আনতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

 

আদিব বলেন, ‘ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনা করার সিদ্ধান্ত ভুল ছিল। এই কারণে শিক্ষিকাকে হারিয়েছি আমরা।’

 

জাকসু নির্বাচনে ভোট কারচুপির মতো কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে তকমা লাগিয়ে দোষ চাপিয়ে নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে একটি দল। এর নিন্দা জানাচ্ছি।’

 

আরও পড়ুন: জাকসুর ভোটগণনা: অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোলিং অফিসার

 

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে শিক্ষিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান শিবিরের ভিপি প্রার্থী।

 

জাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। সকালে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন হোসেন মৃত ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন