ঐক্যের ফাটল সুযোগ দেবে পতিত স্বৈরাচারদের: নজরুল ইসলাম

২ দিন আগে
নিজেদের মধ্যে ঐক্যের ফাটল পতিত স্বৈরাচারদের সুযোগ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর পল্টন রোডে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি।

 

অন্তর্বর্তীকালীন সরকার সকলের তাই তাদের দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন

 

নজরুল ইসলাম খান বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিজেরা বসেনি, সবাই তাদের বসিয়েছে। তাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র উদ্ধার করতে দ্রুত নির্বাচন প্রয়োজন।’

 

বিএনপির এই নেতা জানান, দেশের মানুষ নিজেরা ভোট দিয়ে সরকার গঠন করতে পারেনি, ফলে তা ফিরিয়ে দিতে হবে। সেই অধিকার নিয়ে অনেকে নানাভাবে বিভ্রান্তির চেষ্টা করছে। নানাভাবে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হচ্ছে।’

 

আরও পড়ুন: সমালোচনা করতে হবে, জনগণের দাবি থেকে সরা যাবে না: তারেক রহমান

 

নিজেদের মতামত অন্যের ওপর চাপিয়ে দেয়ার পাঁয়তারা চলছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘এসব করে নিজেদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা নষ্ট করা যাবে না। এতে আবার পতিত স্বৈরাচার ও তাদের দোসর সুযোগ খুঁজে পাবে।’

 

এদিকে, একইদিন রাজধানীতে হোটেল লেক শোরে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী লীগের দোসররা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে। আর গত ১৭ বছর সরকারের সুবিধা নিয়ে অবৈধভাবে অর্থ কামিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। এখন আগামী ১৭ বছর দেশকে ধ্বংস করতে তারা সেই অর্থ ব্যয় করবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন