প্রচণ্ড এই গরমে দুদণ্ড স্বস্তি পেতে এসি তো কিনেছেন। কিন্তু ভাবছেন ফ্যানটা বুঝি অকেজো হয়েই গেল। আসলেই কি তাই? অনেকেই ভাবেন এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালানো যায় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ধারণাটি সঠিক নয়। বরং এসি ও ফ্যান একসঙ্গে চালালে বেশ কিছু উপকারিতা পেতে পারেন। এই দুই যন্ত্র একসঙ্গে ব্যবহার করলে বিদ্যুৎ বিলের সাশ্রয়ও সম্ভব। জেনে নিন আরও কিছু উপকারিতা সম্পর্কে। বিস্তারিত