এসসিও সম্মেলনে খোশগল্পে মোদি-পুতিন-জিনপিং, কী কথা হলো?

৪ সপ্তাহ আগে
চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই নের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতার একত্রিত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সম্মেলন শুরুর আগে খোশগল্পে মেতে উঠতে দেখো গেছে কয়েকটি দেশের নেতাদের।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে। তিনজনই ছিলেন হালকা মেজাজে।

 

তিন নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তিন নেতার বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা সামনে এল।

 

এক্সে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখেন, ‘তার সঙ্গে দেখা করা সবসময় আনন্দের।’

 

আরও পড়ুন: আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি

 

সম্মেলন ভেন্যু থেকে পাওয়া অন্যান্য ভিডিও ও ছবিতে মোদি, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে করমর্দন ও হাসিমুখে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করতে দেখা যায়।

Always a delight to meet President Putin! pic.twitter.com/XtDSyWEmtw

— Narendra Modi (@narendramodi) September 1, 2025

মোদি আরও লেখেন, ‘তিয়ানজিনে আলাপচারিতা চলছেই! এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়।’

 

তিন নেতার এই হাস্যোজ্জ্বল ছবি ২০১৮ সালের ব্রিকস সম্মেলনের সময় তোলা অনুরূপ ছবির কথা মনে করিয়ে দিচ্ছে।

 

এর আগে রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি’র মধ্যে ৫০ মিনিটেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক হয়। 
বৈঠকের শুরুতে মোদি বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

Interactions in Tianjin continue! Exchanging perspectives with President Putin and President Xi during the SCO Summit. pic.twitter.com/K1eKVoHCvv

— Narendra Modi (@narendramodi) September 1, 2025

 

আরও পড়ুন: ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়ার অঙ্গীকার চীন-ভারতের

 

গত বছর রাশিয়ার কাজানে হওয়ার বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে।

 

এদিকে রাশিয়ার তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর আজ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন