বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
এতে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ৪১, কুমিল্লা বোর্ডে ৪৮, বরিশাল বোর্ডে ২৮, দিনাজপুর বোর্ডে ৫৯, ময়মনসিংহ বোর্ডে ৬৪, রাজশাহী বোর্ডে ৭, যশোর বোর্ডে ১৫, সিলেটে ২ এবং চট্টগ্রাম বোর্ডে সর্বনিম্ন ১ জন বহিষ্কার হয়েছেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর বহিষ্কৃত শিক্ষার্থী ৩২৫ জন। অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর বহিষ্কার হয়েছে ১৩১ জন।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী
সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার সময় অসদুপায় রোধে কেন্দ্রভিত্তিক কঠোর নজরদারি, জেলা প্রশাসনের তৎপরতা, কেন্দ্র পরিদর্শকদের কড়াকড়ি এবং শিক্ষার্থীদের সচেতন করাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে শিক্ষা বোর্ডগুলো।
]]>