আহত ওই শিক্ষার্থীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ওই শিক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন তার অভিভাবকরা।
আহত ওই শিক্ষার্থীর নাম মো. ফরহাদ হোসেন তাওহীদ। সে তালতলী উপজেলার দক্ষিণ মালিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক মুসল্লির ছেলে। তাওহীদ এবছর তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির বৈশাখী শোভাযাত্রায় সংঘর্ষ, হাসপাতালে ২
তাওহীদের বড় ভাই সাগর মুসল্লী বলেন, ‘রোববার রাতে প্রাইভেট শেষ সহপাঠীদের সঙ্গে তাওহীদ বাড়ি ফিরছিল। এ সময় তাদের সঙ্গে এক অটোরিকশা চালকের কথা কাটাকাটি হয়। পরে পাশ থেকে বাদল নামে একজন তাদের হুমকি ধামকি দিয়ে চলে যেতে বলে। এরপর বাড়ির কাছে এলে তাওহীদের সঙ্গে থাকা একজনকে পেছন থেকে এসে মারধর করেন বাদলসহ আরও কয়েকজন। এ সময় তাওহীদ বাধা দিলে তাওহীদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন তারা।
পরে তাওহীদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার তাওহীদের ইংরেজি পরীক্ষা। কিন্তু তাওহীদ গুরুতর আহত। এমন অবস্থায় তাওহীদ ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে চাঁদা না পেয়ে গরু ফার্মের ম্যানেজারকে কুপিয়ে জখম
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘ফরহাদ হোসেন তাওহীদ নামে এক এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা আমরা স্থানীয়দের মাধ্যমে জেনেছি। তবে ভুক্তভোগীর পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’