পাকিস্তানের তিনটি শহরে আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হবে ১৪তম সাউথ এশিয়ান গেমস। সেখানে এবার রেকর্ড ২৮টি ডিসিপ্লিন থাকছে, যার মধ্যে বাংলাদেশ অংশ নেবে ২৫টিতে।
২৫টি ডিসিপ্লিনের মধ্যে ১৭টি ব্যক্তিগত: অ্যাথলেটিকস, আর্চারি, ব্যাডমিন্টন, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস তায়কোয়ান্দো, টেনিস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও উশ। বাকি আটটি ইভেন্ট দলগত: বাস্কেটবল, ক্রিকেট,... বিস্তারিত