ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবারও জাতীয় দলের রাডারে এসেছেন সাইফ হাসান। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে যাওয়ার আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনিও।
ধারাবাহিক অফফর্মের পরেই শেখ নাঈম আছেন এশিয়া কাপের প্রাথমিক দলে। গ্লোবাল সুপার লিগে পারফর্ম করে সৈয়দ খালেদ আহমেদ জায়গা করেছেন প্রাথমিক দলে।
আরও পড়ুন: 'এ' দলে জায়গা পেলেন জিশান, সোহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা
প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের আগামী ৬ আগস্ট মিরপুরে ফিটনেস ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়েছে। শের-ই বাংলায় স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট থেকে। ২০ আগস্ট নেদারল্যান্ডস সিরিজের জন্য সিলেটে যাবে দল।
এদিকে, এশিয়া কাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবু ধাবিতে। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন।
এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন ও সাইফ হাসান।
]]>