এ নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। আগের ১৪ আসর অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে ফরম্যাটে।
টি-টোয়েন্টিতে এর আগে দুই দলের সবশেষ পাঁচবারের দেখায় আফগানরাই এগিয়ে। ৫ ম্যাচের ৩টিতেই তারা জিতেছে, তার মধ্যে সবশেষ দুটি ম্যাচেই জিতেছে আফগানিস্তান। দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৬ সালের মার্চে। নাগপুরে অনুষ্ঠিত সে ম্যাচে রশিদ-নবিরা জিতেছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: খেলোয়াড়রা আগ্রাসন দেখাতে চাইলে থামাবেন না ভারত-পাকিস্তানের অধিনায়ক
এর আগে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে এশিয়া কাপের ট্রফি উন্মোচন। সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা সেরে ১৫০ কিলোমিটার দূরে গিয়ে ম্যাচ খেলতে নামতে হবে আফগানিস্তান ও হংকংকে। মূলত ভারতকে সুবিধা দিতেই এসিসির এমন অদ্ভূত আয়োজন। এ নিয়ে ক্ষোভ ঝেরেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ভ্রমণক্লান্তির প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়তে পারে বলে শঙ্কা রশিদের।
আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বর্জন না করার কারণ ব্যাখ্যা করল বিসিসিআই
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, গাজানফার ও ফজলহক ফারুকি।
হংকং একাদশ: জিসান আলি, বাবর হায়াত, আনশুমান রথ, কালহান চল্লু, নিজাকত খান, আইজান খান, কিঞ্চিৎ শাহ, ইয়াসিম মুরতাজা (অধিনায়ক) আয়ুস শুকলা, আতিক ইকবাল ও ইশান খান।
]]>