এশিয়া কাপের আগে ফাঁকা সময়ে একটা সিরিজ আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলছেন সবাই৷ পাকিস্তান সিরিজ শেষে সংবাদ সম্মেলনে সরাসরি সিরিজ আয়োজনের দিকে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। বিসিবিও সর্বাত্মক চেষ্টা চালয়ে যাচ্ছে। খেলোয়াড়দের খেলার মধ্যে রাখতে আগস্টে সিরিজ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে বিসিবি।
তবে, এক্ষেত্রে বিসিবির জন্য সবচেয়ে বড় বাধা হলো স্বল্প সময়ের মধ্যে কোনো দলকে রাজি করানো। বড় দলগুলোর ব্যস্ত সূচির বিষয়টি আগেই জানা গেছে। গুঞ্জন ছিল, আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। তবে এবার অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন, আয়ারল্যান্ড নয়, নেদারল্যান্ডস কিংবা নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।
আরও পড়ুন: মিরপুর সিরিজ এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিতেও রাখতে পারে কার্যকরী ভূমিকা, কীভাবে?
এ প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'বেশিরভাগ দেশেরই নির্ধারিত সিরিজ আছে। আমাদেরও তো ভারতের সঙ্গে সিরিজ ছিল। আমাদের পরিকল্পনা ছিল ওটা খেলে এশিয়া কাপে যাব। যেহেতু ভারত এখন আসছে না, আমরা চেষ্টা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। প্রথম সারির কোনো দেশ এখন অ্যাভেইলেবল না কারণ তাদের নির্ধারিত প্রোগ্রাম আছে। আমরা অন্য কোনো দেশ, সেটা হতে পারে নেদারল্যান্ডস, হতে পারে নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের একটা চেষ্টা করে যাচ্ছি।'
ঘরের মাঠেই সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তবে কোনো কারণে সেই পরিকল্পনা আলোর মুখ না দেখলে ভিন্ন পরিকল্পনাও সাজিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, 'যদি বিদেশি দল না পাই সেক্ষেত্রে আমরা এখন থেকেই ভাবছি জাতীয় দল যখন বাইরে খেলতে যাবে তখন জাতীয় দলের কাছাকাছি সবচেয়ে ভালো যে দল তাদের সঙ্গে একটা সিরিজ খেলব। তাতে জাতীয় দলের একটা ভালো প্রস্তুতি হবে আর যারা সামনে জাতীয় দলে আসছে তাদের জন্যও প্রতিযোগিতার ভালো সুযোগ হবে।'
আরও পড়ুন: ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই প্রকাশ হতে পারে এশিয়া কাপের সূচী
টানা সিরিজ শেষে বর্তমানে ছুটিতে আছেন জাতীয় দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা। আগামী ১৫ আগস্ট ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরবেন হেড কোচ ফিল সিমন্স। খেলোয়াড়দের নিয়ে কয়েকদিনের ক্যাম্প করার কথা রয়েছে তার।
শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে এবার লড়াইটা বেশ ভালোই হবে বলে ধারণা করছেন অনেকে। তবে এখনও টাইগারদের বেশকিছু সমস্যা রয়েই গেছে। বিশেষ করে মিডল অর্ডার বোলিং আর ফিল্ডিংটা তেমন ভালো ছিল না সর্বশেষ দুই সিরিজে। নেদারল্যান্ডস কিংবা নেপালের সঙ্গে সিরিজ খেলে সেসব দিকে উন্নতি করা আদৌ সম্ভব হবে কিনা, সেটাও একটা প্রশ্ন থেকেই যায়।