এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ

২ সপ্তাহ আগে
চায়নিজ তাইপের চেন পিন-আনকে হারিয়ে এশিয়া কাপ আর্চারির ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ।

মঙ্গলবার (১৭ জুন) সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের সেমিফাইনালে চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন আলিফ।

 

শুক্রবার (২০ জুন) স্বর্ণ পদকের লড়াইয়ে জাপানের গাকুতো মিয়াটার মুখোমুখি হবে ১৯ বছর বয়সী বাংলাদেশি এই আর্চার।

 

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত এশিয়ান পর্যায়ে স্বর্ণ পদক জিতেছেন রোমান সানা। ২০১৯ সালে এশিয়া কাপ আর্চারির লেগ-৩–এ সোনা জিতেছিলেন তিনি। এবার সে তালিকায় নাম লেখানোর সুযোগ আলিফের।

 

আরও পড়ুন: সেরা সাঁতারুর খোঁজে খুলনায় ৪৪ ইয়েস কার্ড

 

এবারের আসরে খুব দাপটের সঙ্গেই ছুটে চলছেন আলিফ। সোমবার ‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করেছিলেন আলিফ। এরপর চীনের আলিনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে নাম লেখান শেষ ৩২-এ। সেখান থেকে মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ ব্যবধানে হারিয়ে এবং চায়নিজ তাইপের লি কাই-ইয়েনের সঙ্গে ৭-৩ ব্যবধানে জেতায় পেয়ে যান সেমিফাইনালের টিকিট।

 

আরও পড়ুন: বাস্কেটবলে ব্রোঞ্জ পদক জয় বাংলাদেশের

 

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে চায়নিজ তাইপের চেন পিন-আনকের সঙ্গে চলে তার হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেট ২৬-২৫ পয়েন্টে জেতার পর, পরের দুই সেট হেরে যান ২৮-২৭, ২৮-২৭ ব্যবধানে। এরপর প্রত্যাবর্তনের গল্প লেখেন আলিফ। চতুর্থ সেট ২৯-২৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন। পঞ্চম ও শেষ সেটে চেন পিন-আনকেকে ২৮-২৭ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন আলিফ। 

]]>
সম্পূর্ণ পড়ুন