এমবাপ্পের জোড়া গোলের পরও চতুর্থ সারির ক্লাবের বিপক্ষে জিততে গলদঘর্ম রিয়াল

৪ সপ্তাহ আগে
কিলিয়ান এমবাপ্পে জয়ের মঞ্চ তৈরি করেই দিয়েছিলেন। শেষ ১০ মিনিটে মঞ্চের ভিত নাড়িয়ে দেয় স্পেনের চতুর্থ সারির লিগে খেলা তালাভেরা। শেষ মুহূর্তে আন্দ্রে লুনিন ঝাঁপিয়ে পড়ে সেভ না দিলে জয়ের পরিবর্তে ফল অন্য রকম হলেও হতে পারত।

গলদঘর্ম হয়ে কোপা দেল রের ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-২ গোলে। ফলে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হয়েছে তাদের।


তালাভেরার মাঠে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পে চতুর্থ মিনিটেই জালের দেখা পেতে পারতেন। ডানপ্রান্ত থেকে এন্দরিকের বাড়িয়ে দেয়া বল পেয়ে কিছুটা সময় নেয়ায় আর গোল করা হয়নি তার। তালেভেরা গোলরক্ষক এমবাপ্পের কাছাকাছি গিয়ে জাল অক্ষত রাখেন।


আরও পড়ুন: আসল দোষী মেসিই: সুনীল গাভাস্কার


ফরাসি তারকা অবশেষে গোল পান ৪১ মিনিটে। তালাভেরার ডি বক্সে বল হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এমবাপ্পে কোনো ভুল করেননি। পরের গোলটি এমবাপ্পের নামে লেখা না হলেও অবদান তারই। বাঁপ্রান্ত দিয়ে চাপ তৈরি করেছিলেন। ত্বরিৎ গতিতে বল পাঠিয়ে দেন ভিড়ের মধ্যে। তালাভেরার এক খেলোয়াড় নিজেদের জালেই শট নেন। রিয়াল এগিয়ে যায় ২-০ গোলে।


তালাভেরা ৮০ মিনিটে ব্যবধান কমায়। কিন্তু এমবাপ্পে ৮৮ মিনিটে গোল করে ব্যবধান করেন ৩-১। ম্যাচ জমে উঠে ৯০ মিনিটে তালাভেরা ফের গোল করলে। তারা আর একটি গোল করলেই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে পারত। সেই চেষ্টার কমতি রাখেনি, কিন্তু লুনিন শেষ মুহূর্তে তাদের চেষ্টা রুখে দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন