এমবাপ্পেকে বর্ণবাদী আক্রমণের অভিযোগে একজন গ্রেফতার

৩ সপ্তাহ আগে
কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী আক্রমণ করায় রিয়াল ওভেইদোর এক সমর্থককে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ।

গত ২৪ অগাস্ট রিয়াল ওভেইদোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এমবাপ্পের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ার অভিযোগ করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৭তম মিনিটে যখন গোল করে উদযাপন করেন এমবাপ্পে, তখন স্বাগতিক দলের দর্শকরা এমবাপ্পের উপর প্রতিক্রিয়া জানায়। তখনকার ফুটেজ বিশ্লেষণ করে দেখছে পুলিশ।


বুধবার (১০ সেপ্টেম্বর) স্প্যানিশ পুলিশ জানিয়েছে, ওই সময় এক ব্যক্তিকে বানরের শব্দ ও অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমন খরবই জানিয়েছে ইএসপিএন।


আরও পড়ুন: ভিনিসিউসের সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে চারজনের সাজা 


যদি সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে। তার পাশাপাশি ৬০ হাজার থেকে সাড়ে ৬ লাখ ইউরো পর্যন্ত জরিমানাও করা হতে পারে। সঙ্গে স্টেডিয়াম প্রবেশের নিষেধাজ্ঞাও দেয়া হতে পারে।


স্টেডিয়ামের ভেতরে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে এখন অনেক কঠোর ও সক্রিয় লা লিগা। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করায় ভ্যালেন্সিয়ার তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন