ফরাসি সংবাদমাধ্যম 'লেকিপ' জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এমআরআই স্ক্যান করানোর পর এমবাপ্পের হাঁটুর লিগামেন্টে স্প্রেইন ধরা পড়েছে। ফলে জানুয়ারির গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে পাবে না রিয়াল মাদ্রিদ।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা এর আগেও হাঁটুতে অস্বস্তির কথা জানিয়েছেন। তবে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। খেলতে থেকেছেন নিয়মিত। এমনকি সেভিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচেও গোল করেন ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড। ওই গোলে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেন এমবাপ্পে।
আরও পড়ুন: নতুন বছরের প্রত্যাশা নিয়ে আশার বাণী শোনালেন বেলিংহ্যাম
চলতি মৌসুমে লা লিগায় ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগেও তার গোলসংখ্যা ৯টি। লিগে দলের সব ম্যাচ খেললেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ছিলেন না এমবাপ্পে। সব মিলিয়ে রিয়ালের আক্রমণভাগ যে অনেকটাই তার ওপর নির্ভরশীল, তা স্পষ্ট।
নতুন করে এমবাপ্পের ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেল রিয়াল। বছরের শেষ দিকে লিগ টেবিলে শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান চার পয়েন্ট।
ধারণা করা হচ্ছে, এমবাপ্পেকে ছাড়া রিয়ালকে খেলতে হবে দুটি লা লিগা ম্যাচ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। আগামী রোববার (৪ জানুয়ারি) ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে তারা।

২ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·