এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাবে এনসিপি

২ সপ্তাহ আগে
চলমান আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়ার প্রতি সংহতি জানাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শিক্ষকদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যোগ দেবে দলটির একটি প্রতিনিধি দল।


সোমবার (২০ অক্টোবর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (শিক্ষা ও গবেষণা সম্পাদক) ফয়সাল মাহমুদ শান্তর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকরা যে ১০ম দিনের আন্দোলন করছেন, তাতে এনসিপির পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ৫ শতাংশ হারে শিক্ষক-কর্মচারীদের কার বাড়িভাড়া ভাতা কত


এনসিপির শিক্ষা সেলের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং শিক্ষা সেলের কেন্দ্রীয় নেতারা।


উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন বৃদ্ধি, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন