বাংলাদেশের সিএমএসএমই খাত সামগ্রিক অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। দেশে এখন ১ কোটিরও বেশি এসএমই উদ্যোগ সক্রিয় রয়েছে এবং প্রায় ৩ কোটির বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে যুক্ত। বলেছেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।