এভারটনকে হারিয়ে লিগ জয়ের পথে আরও একধাপ এগিয়ে লিভারপুল

২১ ঘন্টা আগে
বড় কোনো নাটকের মঞ্চায়ন না হলে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে যাচ্ছে লিভারপুল। এভারটনকে হারিয়ে সে পথে তারা আরও একধাপ এগিয়ে গেল।

বুধবার (২ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে আর্না স্লটের শিষ্যরা। তাতে নিকটপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়াল ১২।

 

অ্যানফিল্ডে পুরো ম্যাচে লিভারপুল আধিপত্য করলেও গোল পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে। ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নিয়েছিল অলরেডরা। যার ৩টি ছিল গোলমুখে। বিপরীতে এভারটনের নেয়া ৫ শটের একটিও লক্ষ্য বরাবর ছিল না।

 

আরও পড়ুন: লেস্টারকে হারিয়ে টেবিলের চারে ম্যানসিটি

 

এদিন সাফল্যের দেখা পেতে লিভারপুলকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত। লুইস দিয়াসের বাড়ানো বল ধরে দলকে এগিয়ে নেন দিয়োগো জটা। শেষ পর্যন্ত এই গোলেই ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট আদায় করে নেয় লিভারপুল। 

 

আরও পড়ুন: আর্সেনালের জয়ের রাতে হারল ইউনাইটেড

 

৩০ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে এভারটন। 

]]>
সম্পূর্ণ পড়ুন