স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) এবিসি নিউজ এ সিদ্ধান্তের কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
গেল মার্চ মাসে এবিসি নিউজের এক সাক্ষাতকারে সাউথ ক্যারোলাইনার আইনপ্রণেতা ন্যান্সি মেইসের সঙ্গে আলোচনাকালীন উপস্থাপক জর্জ স্টেফানোপলস দশ বারেরও বেশি ট্রাম্পকে ধর্ষক বলে আখ্যা দিয়েছেন। এরপর এবিসি নিউজ ও অনুষ্ঠানটির উপস্থাপকের নামে মানহানির মামলা করা হয় ট্রাম্পের পক্ষ থেকে।
বিবিসি জানায়, মীমাংসার শর্ত হিসেবে স্টেফানোপলসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে এবিসি নিউজ।
প্রতিষ্ঠানটি ট্রাম্পের পক্ষে একটি ‘প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম’ স্থাপনের জন্য দেড় কোটি ডলার প্রদান করবে। এছাড়াও, ট্রাম্পের আইনি খরচের জন্য ১০ লাখ ডলার দেবে তারা।
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের গুরত্বপূর্ণ পদ বাগিয়ে নিচ্ছেন মার্কিন ধনকুবেররা
মীমাংসার শর্তানুসারে, এবিসি নিউজ চলতি বছরের ১০ মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে একটি এডিটরের নোট যোগ করবে।
সে নোটে লেখা থাকবে: ‘এবিসি নিউজ এবং জর্জ স্টেফানোপলস প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প সম্পর্কে ১০ মার্চ ২০২৪ এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে জর্জ স্টেফানোপলসের সাথে প্রতিনিধি ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে করা মন্তব্যের জন্য অনুতপ্ত।
আরও পড়ুন: অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্নের হুমকি ট্রাম্পের
এবিসি নিউজের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কোম্পানি ‘খুশি যে উভয় পক্ষ আদালতে দাখিল করা শর্ত অনুযায়ী মামলা মিটমাট করেছে।’
]]>