এবারের বিপিএলে আম্পায়ার থাকছেন ১০ জন। এর মধ্যে ৮ জন দেশি ও দুইজন বিদেশি। দেশি আম্পায়ার হিসেবে শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদরা থাকবেন। বিদেশি হিসেবে থাকবেন আসিফ ইয়াকুব এবং রুচিরা পল্লীগুরুরুগে।
আর সাইমন টোফেলসহ ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪ জন। টোফেল ছাড়া বাকিরা হলেন আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম সাহেদ। তবে নেই এহসানুল হক সেজান। আসন্ন যুব বিশ্বকাপে যাবেন তিনি। এ কারণে বিপিএলে থাকা হচ্ছে না।
আরও পড়ুন: নিরাপত্তা ইস্যুতে বাতিল হতে পারে বিপিএলের কনসার্ট
বিপিএলের কনসার্ট আয়োজন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিরাপত্তা ইস্যুতে বাতিল হতে পারে বিপিএল কনসার্ট। যদিও এখনই হাল ছাড়তে চায় না বিপিএল গভর্নিং কাউন্সিল।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·