এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যত রেকর্ড

১ দিন আগে
মাঠের বাইরের ঘটনার মতো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আলোচনায় ছিলো ২২ গজের সব রেকর্ডের জন্যও। এবারের আসরে ব্যাট-বল হাতে আধিপত্য দেখিয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ২৬৩ রান নিয়ে আসরের সেরা ব্যাটার রাচিন রবীন্দ্র। আর ইনজুরিতে পড়ে ফাইনাল না খেলেও আসরের সেরা উইকেট শিকারী নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

রোহিত শর্মার শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে পর্দা নামলো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির। নানা ঘটানার কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ছিলো বেশ আলোচিত। আয়োজক পাকিস্তান হলেও সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সব ম্যাচসহ ফাইনালও খেলেছে ভারত। মাঠের বাইরের ঘটানার মতো এবারের আসর আলোচনায় ছিলো ২২ গজের সব রেকর্ডের জন্যও।


চ্যাম্পিয়ন ভারত হলেও ব্যাট ও বল হাতে এবারের আসরে ঝলক দেখিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও। আসরে সর্বোচ্চ ২৬৩ রান এসেছে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর উইলো থেকে। তার পরই আছেন শ্রেয়াস আইয়ার। এই ব্যাটারের সংগ্রহ ২৪৩ রান। আর ২২৭ রান নিয়ে তিনে আছেন ইংলিশ ক্রিকেটার বেন ডাকেট।


এবারের আসরে সেঞ্চুরি হয়েছে মোট ১৪টি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংস খেলেছে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে ভারত-নিউজিল্যান্ডেরই ৯ জন 


বোলিংয়েও দাপট দেখিয়েছে কিউই ও ভারতীয় বোলাররা। ইনজুরির জন্য ফাইনাল না খেলেও ৫.৩২ ইকোনোমিতে ১০ উইকেট নিয়ে আসরের সেরা বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। আর তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে তার পরে আছেন ভারতীয় বোলার বরুন চক্রবর্তী। আর সমান ৯ উইকেট নিয়েও ইকোনোমি বেশি থাকায় তিনে ও চারে আছেন যথাক্রমে মিচেল স্যান্টনার ও মোহাম্মদ শামি।


আসরের সেরা বোলিং ফিগার দখল করে রেখেছেন ম্যাট হেনরি ও বরুন চক্রবর্তী। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৮ ওভার বল করে ৪২ রানে ৫ উইকেট সংগ্রহ করেছেন হেনিরি। একই ম্যাচে একই বোলিং ফিগার বরুন চক্রবর্তীর।


একমাত্র অপরাজিত দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে রোহিত শর্মার ভারত। আর আসরের সর্বোচ্চ ৩ হার সঙ্গী হয়েছে ইংল্যান্ডের।  

]]>
সম্পূর্ণ পড়ুন