এবার হোবার্টের দলে ডাকই পেলেন না রিশাদ

৩ সপ্তাহ আগে
গতবছরের চেয়ে এবার আরেকটু বড় পরিসরে হচ্ছে গ্লোবাল সুপার লিগ। দলের সংখ্যা বেড়েছে একটি। গতবার ৪ দল নিয়ে হলেও এবার পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ। আইএল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল অংশ নিচ্ছে এবারের আসরে। নিউজিল্যান্ড থেকেও আসছে একটি দল। তবে গতবার পাকিস্তান থেকে একটি দল থাকলেও এবার সেটি হচ্ছে না।

আগামী আগামী ১০ জুলাই গায়ানায় শুরু হচ্ছে জিএসএলের দ্বিতীয় আসর। টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগস এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ইতোমধ্যে দল ঘোষণা করেছে। এবার এই তালিকায় যুক্ত হলো হোবার্টও। 

 

হোবার্টের যেই দল চ্যাম্পিয়ন হয়েছে বিগ ব্যাশে, ওই দলের হয়ে খেলার কথা ছিল রিশাদের। তবে সেবার যেতে পারেননি তিনি। তাই এবার আর এবার তাকে ডাকেইনি ফ্র্যাঞ্চাইজিটি। রিশাদকে ছাড়াই ১৩ সদস্যের দল ঘোষণা করেছে হোবার্ট। রিশাদ না থাকলেও দলটির স্কোয়াডে আছেন ৪ বিদেশি ক্রিকেটার।

 

অবশ্য রিশাদকে না ডাকার একাধিক কারণ আছে হোবার্টের। জিএসএলের আসর যখন শুরু হবে, তখন বাংলাদেশের সিরিজ চলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ঐ সিরিজ শেষ করে দেশে ফিরে আবার পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। তাই হোবার্টের হয়ে আদৌ জিএসএলে খেলার অনুমতি পান কিনা রিশাদ, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল।

 

আরও পড়ুন: চোকার্স তকমা ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়

 

আরেকটি বিষয়ও মাথায় রাখার মতো। জিএসএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন রিশাদ। এবারের আসরেও অংশ নিচ্ছে রংপুর। তাই দেশের ফ্র্যাঞ্চাইজিটিরও তাকে নিয়ে পরিকল্পনা থাকতে পারে।  

 

এদিকে, জিএসএলের গত আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেললেও এবার দলটির স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশের তানজিম হাসান সাকিবের। দেশি-বিদেশি মিলিয়ে বেশ শক্তিশালী দলই ঘোষণা করেছে তারা।

 

হোবার্ট হারিকেন্স স্কোয়াড-

মার্কাস বিন, জ্যাকসন বার্ড, নিখিল চৌধুরি, জেক ডোরান, সাহিবজাদা ফারহান, রাফায়েল ম্যাকমিলান, বেন ম্যাকডারমট, মোহাম্মদ নবি, মোহাম্মদ নাওয়াজ, ওডেন স্মিথ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড এবং ম্যাক রাইট।
 

]]>
সম্পূর্ণ পড়ুন