এবার রিশাদের সাশ্রয়ী বোলিং, জয়ে শীর্ষে উঠল হোবার্ট

৩ সপ্তাহ আগে
মেলবোর্ন স্টারসের বিপক্ষে আগের ম্যাচে জোড়া উইকেট শিকার করলেও খরুচে ছিলেন রিশাদ হোসেন। তার দলও ১৫৮ রানের সংগ্রহ নিয়ে ১৬ ওভারেই ম্যাচ হেরে বসেছিল। আজ (২১ ডিসেম্বর) মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে দেখা গেল কিপটে রিশাদকে। দারুণ গুগলিতে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে বোল্ড করে তাক লাগিয়েছেন। রিশাদের দল হোবার্ট হারিকেন্সও জয় দিয়ে টেবিলের শীর্ষে উঠেছে।

রোববার (২১ ডিসেম্বর) গিলংয়ে বিগব্যাশের অষ্টম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে ৭ উইকেট ও ৩৭ বল হাতে রেখে হারিয়েছে হোবার্ট হারিকেন্স।


এদিন টস জিতে হোবার্ট হারিকেন্স আগে ফিল্ডিং নেয়। ব্যাটিংয়ে নেমে রেনেগেডস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। রিশাদ ৪ ওভারে ২১ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন।


জবাবে ১৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হারিকেন্স।


ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি হারিকেন্সের। ইনিংসের প্রথম বলেই মিচেল ওয়েনকে হারায় রিশাদের দল। বেহেরেনডর্ফের বলে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ক্যাচ দেন ওয়েন।


চতুর্থ ওভারে টিম হাওয়ার্ডকেও ফেরান বেহেরেনডর্ফ, হোবার্টের সংগ্রহ তখন ৩৮। ৮ বলে ৮ রান করেন হাওয়ার্ড। ততক্ষণে অবশ্য ঝড় তুলেছেন নিখিল চৌধুরী। এবার তার সঙ্গী হন বেন ম্যাকডারমট।

 

আরও পড়ুন: ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুন


১২তম ওভারে সান্ধুর বলে নিখিল আউট হন। ততক্ষণে অবশ্য রেনেগেডস ম্যাচ থেকে ছিটকে গেছে। মাত্র ৫১ বলে এই জুটি যোগ করে ৯৩ রান।


আউট হওয়ার আগে নিখিল ৩৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৯ রান করেন। টিম ডেভিডকে নিয়ে বাকি কাজটুকু সারেন ম্যাকডারমট। ৩৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। ডেভিড ৫ বলে ৮ রান করে সঙ্গ দেন তাকে।


রেনেগেডসের পক্ষে বেহেরেনডর্ফ ২টি এবং গুরিন্দর সান্ধু ১টি উইকেট শিকার করেন।


এর আগে ব্যাট করা রেনেগেডস দ্বিতীয় ওভারেই উইকেট হারায়। ৮ বলে শূন্য রানে বিদায় নেন জশ ব্রাউন, দলীয় রান তখন ১। তবে টিম শেইফার্ট ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ভালোই করছিল রেনেগেডস। জর্ডান ও রেহান পরপর দুই ওভারে এই দুজনকে ফেরান।


জর্ডানের বলে বোল্ড হওয়ার আগে ২১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪  রান করেন শেইফার্ট। ২৬ বলে ৫ চারে ৩২ রান করে রেহানের বলে বোল্ড হন রিজওয়ান।


রিশাদ উইকেট পান ১৪তম ওভারে। এই লেগ স্পিনারের গুগলিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হন ফ্রেজার-ম্যাকগার্ক। ১১ বলে ৭ রান করেন তিনি।


আরও পড়ুন: ভারতকে লজ্জা দিয়ে অ-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তান


রেনেগেডসের ব্যাটাররা এরপর যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। দুর্দান্ত বোলিং করেন জর্ডান। নাথান এলিস খরুচে হলেও উইকেট নিয়েছেন।


রেনেগেডসের হাসান খান ২৩, অলিভার পিক ১৪ এবং অধিনায়ক উইল সাদারল্যান্ড ১৩ রান করেন।


জর্ডান ৪ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এলিস ২টি, রিশাদ, রেহান এবং মেরেডিথ ১টি করে উইকেট শিকার করেন। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন